প্রেমের ব্যথা, মনের ব্যথা, এটা তো সেই আদি কথা
মুগ্ধ হৃদয়ে, সময়ের জয়ে, লেখা হয় ডায়েরির পাতা
কামনা-বাসনায়, প্রতিভোর জানায়, সকরুণ প্রেমের বারতা
ধরাধামে খোদা জানে, এই তো বেশ ভালো আছি।
আমি ভালোবাসা নিয়ে বাঁচি
দাও তুমি চিরচেনা হাসি
মন নিয়ে কাছাকাছি আসি
সুখাবেশে চলে, এইসব ভালোবাসাবাসি ।
আদরবাতিগুলো নিভে গেছে, কী লাভ হবে বলো, এ ধরায় বেঁচে
খোদা থাকে আরশে, আমি তাঁর পরশে, আনন্দেতে নেচে
যাতনা ভুলে গিয়ে, মধুময় গান গেয়ে, কাটে সময় চোখের জল সেঁচে
সবাইকে ভালো রেখে, মনে সুখানভূতি মেখে, এই তো বেশ ভালো আছি ।
আমি ভালোবাসা নিয়ে বাঁচি
আকাশ পানে চেয়ে, দাও তো হাসি
মন নিয়ে কাছাকাছি আসি
আনন্দরেশে চলে, এইসব ভালোবাসাবাসি ।
রাতে শেয়ালের হাঁক, সকালে মোরগের বাঙ, দিন কাটে হরেক ভাবনায়
লাঙল-মই চষে, শরীর ঘামের কষে, কৃষাণ-কৃষাণী সোনার ফসল ফলায়
মাঠে ফসলের ঘ্রাণে, ছোঁয়া লাগে প্রাণে প্রাণে, শুভদিন খুব দ্রুত ফুরায়
আগামীর স্বপ্ন বুনে, গণনার দিন গুনে গুনে, এই তো বেশ ভালো আছি ।
আমি ভালোবাসা নিয়ে বাঁচি
নবান্নের রঙ মেখে, দাও তো হাসি ।
মন নিয়ে কাছাকাছি আসি
পুণ্যহৃদে চলে, এইসব ভালোবাসাবাসি ।
গ্রীষ্মে তোমাকে দেখি শিশুকাল তখন, বর্ষায় তোমাকে দেখি শৈশব যখন
শরতের সাদামেঘে উড়ে বেড়িয়ে, হেমন্তে তোমার তারুণ্য মন
শীতের কুয়াশা মাখা হিমেল হাওয়ায়, বসন্তে তোমাকে পাওয়ায় রাঙালো ত্রিভুবন
প্রেমে রাঙা মধুবনে, পেলাম তোমায় এ ভুবনে, এই তো বেশ ভালো আছি।
আমি ভালোবাসা নিয়ে বাঁচি
সাধনায় সিদ্ধি লাভে, দাও তো হাসি ।
মন নিয়ে কাছাকাছি আসি
শুদ্ধ মননে চলে, এইসব ভালোবাসাবাসি ।