জানি একদিন
উড়ে যাবে প্রাণ পাখি
আমায় পড়লে মনে
জলে ভাসবে দুটি আঁখি ।
জীবন চলার পথে
তোমার সাথে হলো দেখা
জন্ম নেয়ার কালে
মরণ কপালে ছিলো লেখা ।
ভালোবাসাবাসিতে
দু হৃদয় এক হয়ে যায়
সব কালো ঘুচে দিয়ে
দুটি মন পূর্ণতা পায় ।
হাতে হাত রেখে মোরা
আগামীর স্বপ্ন বুনি
মধুরধ্বনি বাজে
মুগ্ধ প্রাণে মোরা শুনি।
সুখমাখা দিনগুলি
খুব দ্রুত হেঁটে চলে যায়
আদরে জড়িয়ে ঘুম
এক বালিশ এক বিছানায় ।
থাকবো না আমি যখন
তখন কী ছিলাম বুঝবে
অতীত স্মৃতিপথে
আমায় সেদিন তুমি খুঁজবে ।
জানি একদিন
উড়ে যাবে প্রাণ পাখি
আমায় পড়লে মনে
জলে ভাসবে দুটি আঁখি ।