চড়ুই কিচিরমিচিরে ঘুম ভাঙল
দেখলাম চড়ুইদম্পতির ঘর সংসার
আমি কিছুই মিস করতে চাই না ।
স্ত্রীর সাথে এক বিছানায় শোয়া
সন্তানের আদরমাখা পরশ
প্রভু আমি কিছুই মিস করতে চাই না!
মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে যুদ্ধ
আমি কিছুই মিস করতে চাই না!
প্রভু আমি কিছুই মিস করতে চাই না!
রাজনীতির মাঠে হত্যা, খুন, গুম, অপহরণ
গণতন্ত্র রক্ষার অসাধারণ উদাহরণ
প্রভু আমি কিছুই মিস করতে চাই না!
কাউকে তোয়াক্কা না করে
ভর দুপুরে কুকুরের অবাধ যৌন মিলন
রতিক্রিয়ার কামনায় দেয়ালে দৌড়ানো
টিকটিকির আস্ফালন
কিংবা প্রভা-রাজীবের ভিডিও ফুটেজ
আমি কিছুই মিস করতে চাই না ।
বেদনা সবাই ভুলে যেতে চায়
অথচ আমি একে ভালোবাসি সুখস্বপ্নের চেয়ে বেশি
আনন্দ-বেদনা আমি কিছুই মিস করতে চাই না ।
কর্মফল দিবসে দেখা হচ্ছে প্রভু!
বেহেশত-দোজখ কোনটাতেই বিশেষ আগ্রহ নেই
বরং কিরামান-কাতেবিনের প্রতিবেদনে
কী আছে দেখার অপেক্ষায় আছি
কর্মের হিসাব-নিকাশ আমি কিছুই মিস করতে চাই না!
আমাকে এখন ঘুমুতে হবে
আমি কিছুই মিস করতে চাই না
সুখস্বপ্ন-দুঃস্বপ্ন কিছুই না
আমি কিছুই মিস করতে চাই না!