মানুষ পোষাকে নিত্য জেগে রই
শুক্র দানা ছাড়া আমি অন্য কিছু নই ।
রক্ত মাংসে গড়া বই
তুমি কি তা পড়তে পারো সই!
বেহায়া বীর্যের কী কারুকাজ!
মানব পেটের ভেতর অপূর্ব সাজ!
তিলে তিলে গড়ে মানুষ হই
শুক্র দানা ছাড়া আমি অন্য কিছু নই ।
এসেছি ইহলোকে, শেষ ঠিকানা পরলোকে
মধ্যখানে কাটে দিন দুঃখে কিংবা সুখে
স্বপ্ন সবার এমন হয় সবকিছুতেই চাই জয়
মানব অতীত হেসে কয়, কিছু স্বপ্ন অধরা রয়!
ত্রিভুবনে ভাঙা-গড়ার ভয় তবুও মধুর খেলা হয় !
আসনে আসীন প্রভু দয়াময়
কারো হার কারো বা জয় ।
মানুষ পোষাকে নিত্য জেগে রই
আমি অন্য কিছু নই
শুক্র দানা ছাড়া আমি অন্য কিছু নই ।