ও আমার বন্ধু সোনা চান
ভালোবেসে তোমার কাছে চাইনা প্রতিদান ।।
দিয়েছি অন্তর ঢালি
শুনাইছো কত গালি
লাগাইছো কালিমার কালি
করিনি তো অপমান …
ও আমার বন্ধু সোনা চান
ভালোবেসে তোমার কাছে চাইনা প্রতিদান ।
তোমারই প্রেমেতে লড়ে
অন্তর আমার পোড়ে রে পোড়ে
আছো তুমি হৃদয় জুড়ে
মন গায় তোমার গান …
ও আমার বন্ধু সোনা চান
ভালোবেসে তোমার কাছে চাইনা প্রতিদান ।
কেনো থাকো দূরে দূরে
জ্বালাইয়া মারো মোরে
বলে তো দিছি তোমারে
তুমি আমার জানের জান …
ও আমার বন্ধু সোনা চান
ভালোবেসে তোমার কাছে চাইনা প্রতিদান ।
কাসেমের সাফ কথা
প্রেমে চাই শুদ্ধতা
শোন তবে এই বারতা
চলবে প্রেমের অভিযান …
ও আমার বন্ধু সোনা চান
ভালোবেসে তোমার কাছে চাইনা প্রতিদান ।
ও আমার বন্ধু সোনা চান
ভালোবেসে তোমার কাছে চাইনা প্রতিদান ।