ষাটমা গাঙের স্বচ্ছ পানি, মুছে দেয় সকল গ্লানি
আমার স্বপ্ন হেঁটে চলে, রোজ বিয়ানে কথা বলে
হাকালুকির শান্ত জলে আনন্দে ঢেউ উঠে।
সীমান্তের সুনাই নদী আবহমান বহে চলে
লাতুর রেললাইন ইতিহাসের পাতা খুলে
হাকালুকির শান্ত জলে আনন্দে ঢেউ উঠে ।
মাধবকুণ্ডের ঝরনাধারা, হৃদয় করে পাগলপারা
মাধবছড়ার জলস্রোতে, স্মৃতির ঝিলিক উঠে ফুটে
হাকালুকির শান্ত জলে আনন্দে ঢেউ উঠে ।
দুটি পাতা একটি কুঁড়ি সবুজ শ্যামল চা-বাগান
পাথারিয়া বনাঞ্চলে পাখ-পাখালি গায় গান
হাকালুকির শান্ত জলে আনন্দে ঢেউ উঠে।
খাসিয়া পানের জুম চাষ, পুঞ্জি গড়ে করে বাস
খাসিয়া দুজন এক হলে, খাসি ভাষায় কথা বলে
হাকালুকির শান্ত জলে আনন্দে ঢেউ উঠে।
দাসেরবাজার বুনে খাঁটি দেশের সেরা শীতলপাটি
কামার-কুমার-তাঁতীর কাজে, নানান রকম জিনিস সাজে
হাকালুকির শান্ত জলে আনন্দে ঢেউ উঠে।
সুগন্ধি গ্রাম সুজানগর, প্রতি ঘরে আগর-আতর
বিদেশে রফতানি করে, দেশের জন্যে টাকা আনে
হাকালুকির শান্ত জলে আনন্দে ঢেউ উঠে।
জীবন মানে দেখা-অদেখা, জন্মমাটির কাছে শেখা
কষ্ট জয়ের পথপানে, হোক কলরব গানে গানে
হাকালুকির শান্ত জলে আনন্দে ঢেউ উঠে।