ঊনত্রিশ মে, ঝলমলে দুপুরে
আমার আদরবাতি নিভে গেছে
দুঃখিত জন্মমাটি তোমার প্রতি মায়াটান ফুরিয়েছে।
দিনটি ছিল বৃহস্পতিবার, দিনটি ফিরে আসবে বারবার
আদরমাখা হাতের পরশ কোনদিন ফিরবে না আর
মন গহীনে প্রশ্ন জাগে আমি বা কার কে বা আমার!
তোমাকে দিয়েছি কতো কষ্ট, দিয়েছি যন্ত্রণা অবিরত
চাইনি কোনদিন ক্ষমা, জমা আছে ঋণ কতো শত
আদরের কাছে ফিরবো না আর, জীবনে দুঃখ রয়েছে সবার
মন গহীনে প্রশ্ন জাগে আমি বা কার কে বা আমার!
ওগো তুমিই তো ছিলে মোর নয়নমোহিনী
ওগো তুমিই তো ছিলে বেঁচে থাকার রানী
সে কথা কেউ জানে না, আমার মন জানে আমি জানি ।
অপেক্ষা শেষে মিলন হলো কতো দিন পরে
তুমি চলে গেলে তোমার মনের মানুষের ঘরে ।
কারো কারো মৃত্যুতে মুক্তি আসে
শুয়ে আছো মোকামে প্রিয়জনের পাশে
জানোই তো কাসেম তোমায় ভালোবাসে
বলি, কারো কারো মৃত্যুতে মুক্তি আসে ।
ঊনত্রিশ মে, ঝলমলে দুপুরে আমার আদরবাতি নিভে গেছে
দুঃখিত জন্মমাটি তোমার প্রতি মায়াটান ফুরিয়েছে।।