আকাশ গাইছে সুরে সুরে
মন খারাপের গান
থাকছি যত দূরে দূরে
বাড়ছে অভিমান ।
প্রেমে পড়ে হৃদয় আমার অনেক ঘেমেছে
আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থেমেছে
ভাবছি আমি তোমার জন্যে
ভাবছি সীমাহীন
কাঁদছে সখি তোমার জন্যে
আমার মনের গহীন ।।
স্বপ্ন ছিলো তোমায় নিয়ে বাঁধবো নতুন ঘর
নিজের ঘরেও দেখছি চেয়ে অনেক মানুষ পর
দোষটা আমার নয়তো তোমার নয়তো কারো নয়
তোমার মুখোমুখি হতে মনে লাগে ভয়।।
আমার ভাঙা স্বপ্ন আমি আবার গড়েছি
তোমায় পাওয়ার আশায় আমি অনেক লড়েছি
পারিনি আমি ভাঙাতে তোমার একটুও অভিমান ।।
উঠোন জুড়ে আছে পড়ে রোদ পোহানো স্মৃতি
গাইছে সময় গাইছে হৃদয় প্রেমপার্বণের গীতি ।।
স্রোতের বিপরীতে আমি বয়ে চলেছি
আমার গোপন যতকিছু সব তোমায় বলেছি
প্রেমে পাগল হৃদয়টাকে দিচ্ছি আমি শাণ
তোমার জন্যে গাইছে হৃদয় গাইছে প্রেমের গান ।।
আকাশ গাইছে সুরে সুরে মন খারাপের গান
থাকছি যত দূরে দূরে বাড়ছে অভিমান ।
আকাশ গাইছে সুরে সুরে মন খারাপের গান
আকাশ গাইছে সুরে সুরে মন খারাপের গান
আকাশ গাইছে সুরে সুরে মন খারাপের গান।