প্রেমের ছোঁয়া লাগছে মনে
আদর রাঙা জোছনায়
বনের কোকিল মনে এসে
প্রেমের ডাক দিয়ে যায় ।
হলুদ খামে পত্র লেখে
প্রেম সোহাগের দিন শেষ
মুঠোফোনের বার্তা ঘরে
জমজমাট প্রেমের রেশ।
কামসাগরে ঢেউ আসিলে
মনে জাগে ভয়
ঝড়-তুফান ভালোবাসিলে
প্রেম শুদ্ধ হয়।
হৃদয় উজাড় প্রেম সাজিয়ে
হাতটি তুমি ধরো
ঠোঁটের ভেতর ঠোঁট ভিজিয়ে
আমায় আদর করো।