অন্ধকারের পরে দিকে দিকে আলো আসে
স্বপ্নেরা গান গেয়ে যায়
আমি পথ খুঁজে চলি, আমি পথ খুঁজে চলি
আমার দিকে দিকে পথটা হারায়।
অচেনা পথিক আমি ঘোর লাগা অচেনায়
যন্ত্রণা পেয়ে পেয়ে মরি
আমি অজানা আলোর ভিড়ে খুঁজে খুঁজে মরি
তোমারই দেহ মন তরী
মনের জানালায় স্বপ্ন নিয়ে নতুন এক ভোর এসে যায়
আমি ধরতে গেলে তাকে দেয় না ধরা
ভোরগুলো স্বপ্নে হারায়
কান্না পেতে পেতে সান্ত্বনা খুঁজে মরি
সান্ত্বনা জানি না কোথায়
হঠাৎ তোমায় দেখি ঝাপসা চোখে
খুঁজে খুঁজে ফিরছো আমায়
অন্ধকারের পরে দিকে দিকে আলো আসে
স্বপ্নেরা গান গেয়ে যায়
আমি পথ খুঁজে চলি আমি পথ খুঁজে চলি
আমার দিকে দিকে পথটা হারায়।
তোমার হাতের দিকে হাত ছুটে যায়
জানি না সে কোন ভালোলাগায়
তুমি হাতটা ধরো মোর হাতটা ধরো
হাতটা ধরো ভালোবাসায়
প্রেম অভিসারে হাকালুকি পারে
প্রেম হবে ঘোর জোছনায়
অচেনা পথিক আমি চাইছি তোমায়
চাইছি কামনা বাসনায়
অন্ধকারের পরে দিকে দিকে আলো আসে
স্বপ্নেরা গান গেয়ে যায়
আমি পথ খুঁজে চলি আমি পথ খুঁজে চলি
আমার দিকে দিকে পথটা হারায়।