ভব তরঙ্গে বেশ আনন্দের সঙ্গে চলছে ভ্রমণ, স্থান পরিবর্তন মানেই জ্ঞান আহরণ। কর্মমূখর পথচলায় প্রয়োজনে যেতে হয় এক জায়গা হতে অন্য জায়গায়, সৃষ্টির এ অপূর্ব কারুকাজ দেখে মন সুখের গান গায়। হৃদয়ের দেয়াল টপকে চারপাশ দেখার প্রয়াস প্রতিনিয়ত চলমান, সহজ নয় কিছুই তাই ডিঙাতে হয় স্রোতের মতো ধেয়ে আসা সব ঝড়-তুফান। দেখাদেখি অতি কষ্টসাধ্য বিষয়, একই দৃশ্য একেকজনের বেলায় একেক রকমের হয়। ভিসার বেড়াজাল পেরিয়ে পা দিতে হয় ভিনদেশে, তখন উপলব্দি করে মন স্বদেশকে সে কতটা ভালোবাসে। দৃশ্যমান বৈচিত্রময় পট হতে শিখে নেয়া যায় কতকিছু, লড়াই শিখতে পারলে সাফল্য নেয় পিছু। অস্থিরতা থামিয়ে একবার স্থির হয়ে দেখো চারপাশ, দেখবে সেখানে কেবল প্রকৃতি-নিসর্গের অনবদ্য চাষ। ধরাধাম সৃজনে প্রভু ছিলেন খুবই যত্নবান, ভাঁজে ভাঁজে সৌন্দর্যরূপ ছড়িয়ে দিয়েছেন আমাদের দয়াময় মেহেরবান। ডানে-বামে সামনে-পিছনে সর্বত্র রয়েছে জ্ঞানের ফুল বাগান, সেই ফুলের সুবাস নিতে নিত্যদিন চলছে অভিযান। সৃষ্টির রহস্য উন্মোচনে উন্মুখ সবাই, ব্যর্থতা পড়ে থাকে আঁড়ালে, আমরা সকলে সফলতার গান গাই। জন্ম হতে মৃত্যু অবধি খোলা থাকে জ্ঞানের পাঠশালা, তাই তোমার-আমার শুধু শেখার পালা। মানব মন সর্বদা মেতে থাকতে চায় উৎসবে, নান্দনিক জাল ফেলা এ রঙের ভবে। দেহ সদা আরাম-আয়েশ-তৃপ্তি খুঁজে মনে মনে, হঠাৎ করে প্রাণপাখি উড়াল দেয় আপন বনে। তাই হেলা-ফেলা বাদ দিয়ে বুদ্ধিমান চষে বেড়ায় আলোক নগরে, বিদ্যা বীজের ফসল তোলে ঘরে ধীরে ধীরে। বদ্ধ কারাগার হতে মুক্তির স্বাদ পেতে পথে নামে যে, সন্দেহ নেই পৃথিবীতে কিছু দিয়ে যেতে পারে সে। জীর্ণতা ঠেলে এগিয়ে যেতে বুনতে হয় আগ্রহের ঢেউ, শত প্রতিকূলতার মাঝে লড়াই করে কেউ কেউ। লড়াই পারে কেবল বাঁচিয়ে রাখতে, স্রোতের বিপরীতে সাহসের সাঁতার কাটতে। সৃষ্টির সেবায় একটু ছোঁয়া দিলে বন্দনায় মাতে সকলে, ঐক্য আপনা-আপনি এসে যায় যেকোন প্রাকৃতিক ধকলে ! প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য আমরাই নষ্ট করি, চাইলেই পরম মমতায় আদর করে প্রকৃতিকে আমরাই বাঁচাতে পারি। শুদ্ধ মনে পরিচ্ছন্নতা বিরাজমান থাকে, বেড়াতে যাওয়ার আগে আমাদের মন যেনো পরিচ্ছন্ন স্বপ্ন আঁকে। পরিবেশ বাঁচাতে আমাদেরই উদ্যোগ নিতে হবে, যা রাখবো তাইতো পরবর্তী প্রজন্মের জন্য পড়ে রবে। সকলেরই হাত ধরে রচিত হোক কল্যাণ, সুকর্ম চিরদিন থাকে অম্লান। ভাবনাজুড়ে থাকুক নিসর্গের প্রতি মায়া, নিসর্গ বিলিয়ে যাচ্ছে তার প্রেমের ছায়া। বিদ্যার মর্মমূলে প্রবেশ করলে পাওয়া যায় সুখের নিরজাস, স্রষ্টার সৃষ্টি ভালোবাসলে সুন্দরে করা যায় বসবাস। মায়ের মতো সরল হই, প্রতিনিয়ত পড়ি প্রকৃতি রক্ষার বই। বারান্দায় লাফালাফি করা দোয়েল বলছে তার গীতে, এ জগতে নিতে নয় তুমি এসেছো দিতে। এই যে বাগিচায় ফোঁটা ফুল বলছে তার ঘ্রাণে, পরিবেশ বাঁচাও যদি বাঁচতে চাও সুস্থ প্রাণে। এই যে বয়ে চলা নদী বলছে কানে কানে, মনটাতে দাও শান প্রকৃতির মায়াটানে। আমাদের হাত ধরে বাঁচুক সবুজ, আমরা যেনো পরিচ্ছন্ন পরিবেশ গড়ার কথা বলি রোজ রোজ। যত দেখবে পৃথিবীর নান্দনিক সৌন্দর্য রূপ ঘুরে ঘুরে, উদার হবে মন, সংকীর্ণতা চলে যাবে দূরে, বহুদূরে।
একদিন চলে যাবো, ধরাধামে পড়ে রবে প্রিয় প্রিয় মুখ, যতদিন আছি জমা হোক সুউন্দরজ, সেই সাথে সদা জাগ্রত থাকুক ভ্রামণিক চোখ।