একদিন এক দার্শনিক হাত ধরে বলেছিলেন
বাবারে সামনের দিনগুলো খুব কঠিন
ঐ সময়ে সংখ্যাতত্ত্ব বিদ্যায় অজ্ঞ ছিলেম
হেসে-খেলে কাটিয়ে দিতাম সারাদিন!
এখন সংখ্যাতত্ত্ব জেনেছি, চলতে চলতে জেনেছি দেহতত্ত্ব
ঠগের মুল্লুকে দারুণ অফারের কেনাকাটায় চিনেছি সত্য
তবুও পড়তে হয় ফান্দে! তবুও করতে হয় বিষ হজম
সহ্য ক্ষমতার ট্রেনিং চলছে, যতক্ষণ আছে দম!
পিছন ফিরে তাকালে দেখি, দিন তো ফুরিয়েছে অনেক
পাপও তো জমেছে বেশ, পথে পথে কুড়িয়েছি কিছু নেক
মায়ায় মজে গিয়ে যার সঙ্গে করেছি হ্যান্ডশেক
কিছুদিন পরেই দেখি জমানো সবকিছু হয়েছে হাইজ্যাক!
জাহরিন-জারিফ সঙ্গ দিচ্ছে, সঙ্গী আরও বাড়ুক!
আবুল কাসেম একাই আছে, সে একাই থাকুক!
মোটরবাইকে যাবো কোথাও, হাঁটবো ইচ্ছে হলে
ইচ্ছে হলে গোসল করবো, ফ্রেঞ্চ রিভেরার জলে!
হৃদয় যখন হৃদয় চিনে, মন যখন চিনে মন
শয়তানের কী সাধ্য আছে, ভাঙবে এ বাঁধন
সকাল শেষে সন্ধ্যা আসে, রাত্রি শেষে ভোর
আমরা শুধু গেয়েই যাচ্ছি, বাঁশি বাজছে সুমধুর।
হাকালুকি তীরের স্মৃতির সঙ্গে যুক্ত হয়েছে সেইন তীর
কোরআন-হাদিস আছে জানা তাই ভজিনা মুর্শিদ-পীর
আসবে যেদিন ওপারের ডাক, চলে যাবো আনন্দে
আপাতত মজে আছি, প্রিয় আগর-আতরের সুগন্ধে!
“চোখের আড়াল তো মনের আড়াল”
এ বাক্যের তো কোনো সত্যতা পাইনা
শুধু মাঝেমধ্যে টের পাই, কেটে গেছে কিছুকাল
যেহেতু নিমাইর পুলে বসে কোলে মাথা রেখে ঘুমাইনা!
সময়ের পরিক্রমা মানতে হবে, এটা কোনো ব্যাপার না
এক দার্শনিক একদিন উভয়কেই জানিয়েছেন শুভ কামনা।