১১.
কেটে ফেললে সবাই বলে কই গেলো তোর চুল
ছুলাই মাথা বগোড়ুল, উক্কা লইইয়া দৌড় তুল
১২.
সুচিন্তার ভিতর দিয়ে আগে বাড়
উফতামি ছাড় বেটা উফতামি ছাড়
১৩.
হেমন্তের আবহাওয়াটা খেলে চরম
রাতে লাগে ঠাইয়া, দিনের বেলা গরম!
১৪.
হৃদয়ক্ষত সারাতে প্রয়োজন আদর মলম
দেহের তাপে রান্না হয় সুখের ছালম!
১৫.
সব ফেলে রেডটা কিন্তু আগে-বাগে খাইছ
খেলতে লামলে বুঝিশুনি জুইত করি খেলাইছ
১৬.
একফোঁটা রসেই হউক ভালোবাসার ধানচাষ
আদর হুয়াগ পেলে চাষির সুখে কাটে বারো মাস
১৭.
গ্রাম থেকে শহরে এলে কামুক শরীর বলে
আধুনিক হও, এতো শরম পেলে কি চলে!
১৮.
কৃত্রিমতা দূরে ঠেলে একটু নিজের হলে
দুঃখ কিংবা আনন্দে ছউক ভেসে যায় জলে
১৯.
কিতা রেবো বেশ রঙে-ঢঙে চারিদিক ঘুরো?
মাতিছ না রে ভাই ছখাইট এখদম মুরো
২০.
মৃত্যু নামক ব্যথার কাছে সব আকাঙ্ক্ষা জব্দ
শুনতে ভালোই লাগে ছুতরা দিয়ে গুয়া কাটার শব্দ